একাদশ ও দ্বাদশ শ্রেণিতে সম্পূর্ণ ভর্তি ফি মকুব, মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফর্ম ফিলাপের টাকা ফেরত, স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে স্কুল খোলা ও ইয়াস বিধ্বস্ত ছাত্রছাত্রীদের সরকারি উদ্যোগে পাঠ্যসামগ্রী প্রদানের দাবিতে ১৪ জুলাই তমলুকে জেলা স্কুল পরিদর্শককে ঘেরাও করল ছাত্র সংগঠন এআইডিএসও। শতাধিক ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক বিশ্বজিৎ রায় বলেন, এই লকডাউনের সময়েও বিগত বছরগুলির মতো স্কুল কর্তৃপক্ষ ছাত্রদের কাছ থেকে ইলেকট্রিক ফি, গেম ফি, ম্যাগাজিন ফি, লাইব্রেরি ফি, ল্যাবরেটরি ফি সহ নানা ফি নিচ্ছে যেগুলি ছাত্ররা ব্যবহারই করতে পারেনি।
জেলা সভাপতি স্বপন জানা বলেন, স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে স্কুল খোলার বিষয়ে সরকারকে তৎপর হতে হবে। বেলা একটা থেকে চারটে পর্যন্ত অবরোধের পর ডিআই প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করেন। তিনি প্রতিনিধিদের জানান, ইতিমধ্যে বাড়তি ফি না নেওয়ার নির্দেশিকা তিনি জারি করেছেন এবং কোনও ছাত্র যদি ফি দিতে অপারগ হয়, তাকে ফি দিতে বাধ্য করা যাবে না এই নির্দেশিকাও জারি করেছেন। তিনি অন্যান্য দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করেন এবং পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দেন।