রাজ্যে উচ্চ-মাধ্যমিকের ফল প্রকাশের ৪৫ দিন পর আন্দোলনের চাপে স্নাতক স্তরে ভর্তির জন্য ২৪ জুন পোর্টাল চালু হওয়ার সঙ্গে সঙ্গেই রাজ্য জুড়ে গোটা ব্যবস্থাটি বিপর্যস্ত হয়ে যায়। বিপুল সংখ্যক ছাত্রছাত্রী চরম অসুবিধায় পড়েন। বিশ্ববিদ্যালয় ভিত্তিক পোর্টাল চালু করে দুর্নীতিমুক্ত ভাবে ভর্তির ব্যবস্থা, দুর্নীতি দমনে কঠোর ব্যবস্থা ও পাশ করা সমস্ত ছাত্র-ছাত্রীর স্নাতক স্তরে ভর্তি হতে পারার দায়িত্ব সরকার কর্তৃক গ্রহণের দাবিতে এআইডিএসও-র ডাকে ২৪ জুন শিয়ালদহ চত্বরে ছাত্র-বিক্ষোভ মিছিল হয় এবং মৌলালি মোড় অবরোধ করা হয়। এরই সঙ্গে নিট ও নেট দুর্নীতির তদন্ত করে দোষীদের শাস্তি, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিট-ইউজি-র কাউন্সেলিং বন্ধ রাখা, ইউজিসি ও সিএসআইআর নেট পরীক্ষার দিন ঘোষণা করা ইত্যাদি দাবি তোলা হয়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কুশপুতুল দাহ করা হয়।