Breaking News

ভগৎ সিং স্মরণে সভাঃ বৈষম্য ও বিভাজনের রাজনীতির বিরুদ্ধেসংগ্রামের আহ্বান বামপন্থী ছাত্র নেতাদের

২৩ মার্চ শহিদ-ই-আজম ভগৎ সিং আত্মোৎসর্গ দিবস উপলক্ষে ২২ মার্চ, মহাজাতি সদন অ্যানে’ হলে এআইডিএসও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক স্নিগ্ধেন্দু ভট্টাচার্য, এআইএসএফ-র কেন্দ্রীয় জাতীয় পরিষদের প্রাক্তন সভাপতি কমরেড শুভম ব্যানার্জী, পিএসইউ-র সাধারণ সম্পাদক কমরেড নওফেল মহম্মদ সাফিউল্লা, এআইএসএ-র কেন্দ্রীয় কার্যনির্বাহী সমিতির সদস্য কমরেড ঋতম মাজি ও এআইডিএসও-র কেন্দ্রীয় কাউন্সিলের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারি কমরেড মণিশঙ্কর পট্টনায়ক।

প্রথমেই ‘ভারতবর্ষের সাম্প্রদায়িক রাজনীতির ইতিহাস ও ভগৎ সিংয়ের চিন্তা’ শীর্ষক আলোচনা করেন স্নিগ্ধেন্দু ভট্টাচার্য। তিনি বলেন, দেশপ্রেম ও আন্তর্জাতিকতাবাদে কোনও বিরোধ নেই। আজকের উগ্র জাতীয়তাবাদীরাই এ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। আলোচনার দ্বিতীয় পর্বে ‘শোষণমুক্তির সংগ্রাম ও ভগৎ সিংয়ের চিন্তা’ শীর্ষক আলোচনায় ভগৎ সিংয়ের জীবন সংগ্রামের উল্লেখ করতে গিয়ে কমরেড শুভম ব্যানার্জী ভগৎ সিং-এর স্বল্প জীবনের উল্লেখযোগ্য পরিবর্তনগুলিকে চিহ্নিত করে বলেন, তাঁর জীবন সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে আজকে আমাদের বামপন্থীদের রাষ্ট্রীয় সন্ত্রাস ও সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে সংগ্রাম গড়ে তুলতে হবে। কমরেড নওফেল মহম্মদ সাফিউল্লা ভগৎ সিংয়ের জীবনের ধারাবাহিক সংগ্রামকে উল্লেখ করেন। পাশাপাশি স্বাধীনতা-উত্তর ভারতের সমাজমুক্তির সংগ্রামে ভগৎ সিংয়ের সমাজতান্ত্রিক ভারতবর্ষের স্বপ্নের প্রাসঙ্গিকতা উল্লেখ করেন। কমরেড ঋতম মাজি বলেন, মানুষের জল জমি জঙ্গলের অধিকার কেড়ে নিতে চাইছে যে শক্তি তাদের বিরুদ্ধে সমাজের প্রান্তিক মানুষের লড়াইকে শাসকরা কিছুতেই মাথা তুলতে দিতে চায় না। তাই তারা গরিব মানুষকে নানা অংশে বিভাজিত রাখতে চায়। যার বিরুদ্ধে পরাধীন দেশে ভগৎ সিংকেও সংগ্রামে অবতীর্ণ হতে হয়েছে। কমরেড মণিশঙ্কর পট্টনায়ক বলেন, মহান মার্ক্সবাদী চিন্তানায়ক কমরেড শিবদাস ঘোষ দেখিয়েছেন একটি ঐতিহাসিক চরিত্র আসলে একটি সুনির্দিষ্ট সংগ্রামের ফসল। ভগৎ সিংও তাই। দেশের স্বাধীনতার প্রশ্নে আত্মবলিদানের আকাঙক্ষার সাথে সাথে ভগৎ সিং নিজেকে নিয়োজিত করেছিলেন শোষণ মুক্তির পরিপূরক উন্নত জ্ঞান অর্জনের সংগ্রামী সাধনায়। তার ভিত্তিতেই তিনি আসন্ন স্বাধীন দেশের শাসকের শ্রেণি চরিত্র সম্পর্কে জনগণের চেতনা অর্জনের আয়োজনে গুরুত্ব দিয়েছিলেন।

কমরেড পট্টনায়ক বলেন, ভগৎ সিং এর চিন্তাধারা থেকে শিক্ষা নিয়ে বর্তমানে গণতান্ত্রিক আন্দোলনের প্রকৃত শক্তিগুলিকে অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা অর্থাৎ সমাজ বিপ্লবের জন্য লড়তেই হবে। অর্থনৈতিক সমতা অর্জন না করতে পারলে জাতি বর্ণগত সমতা সহ অন্যান্য গণতান্ত্রিক দাবিগুলিও অর্জন করা সম্ভব নয়। তাই এই যুগে গণতান্ত্রিক আন্দোলনগুলো যদি সমাজতান্ত্রিক চিন্তাধারার সঙ্গে সম্পর্কযুক্ত না হয়, তাহলে তা শাসকের রাজনীতিকেই পুষ্ট করে।

সভার সঞ্চালক এআইডিএসও-র পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক কমরেড বিশ্বজিৎ রায় বাম গণতান্ত্রিক শক্তিগুলির ঐক্যবদ্ধ সংগ্রামের আহ্বান রাখেন।