প্রশ্ন : আচ্ছা: (ব্রিটিশের হাতে) গ্রেপ্তার হওয়ার পর সাভারকার ক্ষমাভিক্ষা চেয়েছিলেন কেন?
ভক্ত : সে কি: এটা জানেন না! উনি ব্রিটিশকে স্রেফ বোকা বানাতে চেয়েছিলেন৷ আসলে, দেশের স্বাধীনতার জন্য ওনার একটা বিরাট পরিকল্পনা ছিল৷
প্রশ্ন : তাই নাকি! তা জেল থেকে বেরোবার পর ব্রিটিশের বিরুদ্ধে কী কী আন্দোলন তিনি করেছিলেন? অন্তত একটার নাম বলতে পারবেন?
ভক্ত : ওটাই তো চাল৷ ব্রিটিশবিরোধী কোনও আন্দোলন তিনি করেননি৷ উনি ব্রিটিশকে স্রেফ বোকা বানাতে চেয়েছিলেন৷ আসলে, দেশের স্বাধীনতার জন্য ওনার একটা বিরাট পরিকল্পনা ছিল৷ তিনি আসলে সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলেন৷
প্রশ্ন : কিন্তু, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নেতাজি যখন আজাদ হিন্দ বাহিনী নিয়ে ব্রিটিশের বিরুদ্ধে মরণপণ লড়ছেন, গান্ধীজি ‘ভারত ছাড়ো’ আন্দোলনের ডাক দিচ্ছেন, তখন সাভারকার তাঁর অনুগামীদের বলছেন ব্রিটিশ বাহিনীতে যোগ দিতে৷ ব্রিটিশকে কোনও ভাবে বিরক্ত করতে তিনি না করছেন৷
ভক্ত : বললাম তো৷ এটাই ছিল ওনার কৌশল৷ উনি ব্রিটিশকে স্রেফ বোকা বানাতে চেয়েছিলেন৷ আসলে, দেশের স্বাধীনতার জন্য ওনার একটা বিরাট পরিকল্পনা ছিল৷
প্রশ্ন : তা, কবে তিনি ব্রিটিশের বিরুদ্ধে তাঁর সেই জবরদস্ত পরিকল্পনা কাজে লাগালেন?
ভক্ত : হাঃ হাঃ হাঃ তার আর দরকার হল কই ব্রিটিশরা তো আগেই দেশ ছেড়ে চলে গেল৷ আসলে, ওরা সাভারকারের ভয়ে পালালো৷ ওরা বুঝে গিয়েছিল, এখনই না পালালে সাভারকার এবার সত্যিই একটা কিছু করে বসবে৷ বুঝতে পারছেন তো? এটাই ছিল ওনার সেই জবরদস্ত পরিকল্পনা৷
(সোস্যাল মিডিয়া থেকে প্রাপ্ত)