Breaking News

ব্যাপক আন্দোলনের ডাক এ আই কে কে এম এস-এর

ফাইল চিত্র

এ আই কে কে এম এস-এর সর্বভারতীয় সভাপতি কমরেড সত্যবান এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড শঙ্কর ঘোষ ৪ জানুয়ারি এক বিবৃতিতে বলেন, ন্যাশনাল পলিসি ফ্রেমওয়ার্ক অন এগ্রিকালচারাল মার্কেটিং সিস্টেমের খসড়া, যা কেন্দ্রীয় কৃষিমন্ত্রক সম্প্রতি প্রকাশ করেছে, কার্যত ২০২১-এর তিন কৃষি আইনের থেকেও বেশি ক্ষতিকারক। যদি এই প্রকল্প বাস্তবায়িত হয় তা হলে কৃষক, খেতমজদুর, কুটিরশিল্পী এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা বিপন্ন হবে। এই প্রকল্প বর্তমান কৃষিবাজার ব্যবস্থাকে সম্পূর্ণরূপে পাল্টে দিয়ে পুঁজিপতিদের হাতে কেন্দ্রীভূত একটি জাতীয় বাজার ব্যবস্থায় রূপান্তরিত করতে চায়, যেটি একটি মুনাফাকেন্দ্রিক পরিকাঠামোর অংশ হয়ে থাকবে।

এই নীতির উদ্দেশ্য কৃষি ব্যবস্থার মধ্যে কর্পোরেটের ঢোকার পথ করে দেওয়া এবং সারা দেশের ৭০৫৭টি রেজিস্টার্ড মার্কেট ও ২৯৯৩১টি গ্রামীণ হাটকে ডিজিটাল পাবলিক পরিকাঠামোর অন্তর্ভুক্ত করে তা কর্পোরেটের হাতে তুলে দেওয়া। খসড়াতে এই প্রকল্প কেবল জাতীয় এবং আন্তর্জাতিক পুঁজিপতিদের স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে তৈরি। খুবই আশ্চর্যের বিষয় যে, এই খসড়ায় কোথাও মিনিমাম সাপোর্ট প্রাইস (এমএসপি) যা কিনা ভারতীয় কৃষকদের দীর্ঘকালের দাবি, তার উল্লেখ পর্যন্ত নেই। আমরা ভারতের সকল কৃষক এবং সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এই নীতির বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাচ্ছি, যার দ্বারা কেন্দ্রীয় সরকারের এই কৃষকবিরোধী, জনবিরোধী, পুঁজিপতিদের স্বার্থে তৈরি প্রকল্পকে পরাস্ত করা সম্ভব হবে।