প্রস্তাবিত ব্যাঙ্কিং বেসরকারিকরণ আইনের প্রতিবাদে ১৬-১৭ ডিসেম্বর সারা ভারত জুড়ে দু দিনের ব্যাঙ্ক ধর্মঘটে সামিল হলেন লক্ষ লক্ষ ব্যাঙ্ক কর্মচারী। সমস্ত হুমকি ও অসুবিধা অগ্রাহ্য করে এই ধর্মঘটকে ব্যাঙ্কের সর্বস্তরের কর্মচারী যেভাবে সফল করতে এগিয়ে এসেছেন তার জন্য তাঁদের অভিনন্দন জানিয়েছেন অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ ইউনিটি ফোরামের সাধারণ সম্পাদক জগন্নাথ রায়মণ্ডল।
১৭ ডিসেম্বর এক বিবৃতিতে তিনি বলেন, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বেসরকারিকরণ এবং কর্মী ছাঁটাইয়ের নীতির বিরুদ্ধে সর্বস্তরের ব্যাঙ্ক কর্মীদের এই ঐক্যবদ্ধ সংগ্রামী মনোভাব থেকে শিক্ষা নিয়ে সরকার যদি এর থেকে সরে না দাঁড়ায়, আন্দোলন আরও তীব্র হবে। মানুষের কষ্টার্জিত আমানতের সুরক্ষা নিশ্চিত করতে আন্দোলনে সক্রিয় ভূমিকা নেওয়ার জন্য তিনি ব্যাঙ্কের গ্রাহকদের কাছেও আহ্বান জানান। কন্ট্রাকচুয়াল ব্যাঙ্ক এমপ্লয়িজ ইউনিটি ফোরাম, রাজ্য শাখার সাধারণ সম্পাদক নারায়ণ পোদ্দার আন্দোলনের জন্য কর্মচারীদের অভিনন্দন জানিয়েছেন।