70 year 27 Issue, 23 Feb 2018
এস ইউ সি আই (সি)–র সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ১৭ ফেব্রুয়ারি এক বিবৃতিতে বলেন, হিরে ব্যবসায়ী নীরব মোদি রাষ্ট্রায়ত্ত পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে ১১ হাজার ৪ শো কোটি টাকা জালিয়াতি করে লুটে নিয়েছে৷ বিজেপি ঘনিষ্ঠ এই ব্যক্তির কীর্তি পরিষ্কার দেখিয়ে দিচ্ছে, ব্যাঙ্ক অফিসার, সরকারি প্রশাসন এবং শাসক দলের উচ্চপদে আসীন ব্যক্তিরা এই ঘটনার সঙ্গে যুক্ত৷ আর্থিক অপরাধ, দুর্নীতি এবং জনগণের উপর হিংস্র অর্থনৈতিক আক্রমণকে এরা এই পুঁজিবাদী ভারতে কোন পর্যায়ে নিয়ে গেছে, এ ঘটনা তাও প্রমাণ করে দিচ্ছে৷
জনগণ পরম বিশ্বাসে তাদের কষ্টার্জিত যে অর্থ ব্যাঙ্কে গচ্ছিত রেখেছে, তা জালিয়াতি করে লুটে নেওয়ার ক্ষেত্রে শাসকশ্রেণির রাজনৈতিক দালালরা দুষ্কৃতিদের কুকর্মে সাহায্য করছে এবং তাদের দেদার ছাড় দিচ্ছে৷ শুধু তাই নয় ব্যাঙ্কের ক্ষতিপূরণের নামে সরকার জনগণের কাছ থেকে নানা ট্যাক্সের মাধ্যমে আদায় করা সরকারি কোষাগারের টাকা ওই দুর্নীতিগ্রস্ত ব্যাঙ্কগুলিকেই দিচ্ছে৷ অসাধু ব্যবসায়ী ও শিল্পপতিরা ক্ষমতাসীনদের সঙ্গে হাত মিলিয়ে জনগণের টাকা যদি এভাবে অবাধে লুট করতে থাকে, তাহলে সাধারণ মানুষ ক্রমাগত আরও বেশি বেশি করে তাদের হাতে বন্দি হয়ে পড়বে এবং জীবনের ন্যূনতম নিরাপত্তা থেকেও বঞ্চিত হবে৷
তাই এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে জোরদার আন্দোলন গড়ে তোলা আজ শোষিত মানুষের অবশ্য কর্তব্য৷ আন্দোলনের জোরালো ধাক্কাই কেবল পারে এই ধরনের বৃহৎ জালিয়াতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে৷