ব্যাঙ্কে কর্মী ছাঁটাইয়ের বিরুদ্ধে দিল্লিতে বিক্ষোভ

আইসিআইসিআই ব্যাঙ্ক কর্তৃপক্ষ প্রচলিত আইন লঙ্ঘন করে, দেশ জুড়ে বিভিন্ন শাখা থেকে হাজার হাজার কর্মচারীকে বরখাস্ত করেছে। অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ ইউনিটি ফোরাম (এআইবিইইউএফ) ও অল ইন্ডিয়া আইসিআইসিআই ব্যাঙ্ক মেন ইউনিয়নের পক্ষ থেকে ২৭ মার্চ দিল্লির লোধী রোডে ব্যাঙ্কের জোনাল অফিসের সামনে ছাঁটাইয়ের বিরুদ্ধে প্রবল বিক্ষোভ দেখায়। বিক্ষোভ সমাবেশে ফোরামের সাধারণ সম্পাদক জগন্নাথ রায়মণ্ডল বলেন, ছাঁটাই কর্মচারীদের অবিলম্বে ফিরিয়ে নেওয়া না হলে এই আন্দোলনকে আমরা দেশব্যাপী আরও শক্তিশালী করতে বাধ্য হব। প্রতিবাদ সভায় শ্রমিক সংগঠন এআইইউটিইউসি-র সম্পাদকমণ্ডলীর সদস্য রমেশ পরাশর, এআইবিইইউএফ-এর সম্পাদক গৌরীশঙ্কর দাস ছাড়াও ছাঁটাই কর্মীদের পক্ষে দিল্লির অভিনব রাই, মুম্বাইয়ের ধর্মেন্দ্র গুপ্ত প্রমুখ বক্তব্য রাখেন।

লেখাটি গণদাবী ৭৭ বর্ষ ৩৪ সংখ্যা ৪-১০ এপ্রিল ২০২৫  প্রকাশিত