ব্যাঙ্ক এমপ্লয়িজ ইউনিটি ফোরাম এবং কনট্র্যাকচুয়াল ব্যাঙ্ক এমপ্লয়িজ ইউনিটি ফোরামের আহ্বানে ২০ জুন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শিলিগুড়ি শাখার (সেবক রোড) সামনে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএম থেকে কনট্রাক্ট সিকিউরিটি গার্ডদের ছাঁটাই এর প্রতিবাদে অবরোধ করা হয় এবং ব্যাঙ্কের শাখা বন্ধ থাকে৷
বিভিন্ন ব্যাঙ্কের কনট্রাক্ট কর্মীরা এই বিক্ষোভ এবং অবরোধ আন্দোলনে সামিল হন৷ পুলিশ অবরোধ তুলে দেবার চেষ্টা করলেও ব্যর্থ হয়৷ নেতৃবৃন্দ ব্যাঙ্কের এবং ভেন্ডারদের প্রতিনিধিদের এসে আলোচনা করার দাবি জানান৷ অবশেষে ব্যাঙ্কের প্রতিনিধি আলোচনার জন্য উপস্থিত হন৷ ছাঁটাইয়ের আদেশ তোলা না হলে আরও বৃহত্তর আন্দোলন হবে বলে নেতৃবৃন্দ দাবি জানান৷
ফোরামের নেতৃবৃন্দ জানান, ব্যাঙ্কে ব্যাপকভাবে যে ছাঁটাই চলছে, তার বিরুদ্ধে ফোরাম ব্যাপকভাবে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলছে৷