Breaking News

বোলপুরে নাগরিক কনভেনশন

৩০ নভেম্বর বীরভূমের বোলপুর রোটারি ক্লাবে ‘বোলপুর বহ্নিশিখা’-র আহ্বানে অভয়ার ন্যায়বিচার ও নারী নির্যাতন বন্ধের লক্ষ্যে আয়োজিত নাগরিক কনভেনশনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সার্ভিস ডক্টর্স ফোরামের কোষাধ্যক্ষ ও মেডিকেল সার্ভিস সেন্টারের সংগঠক ডাঃ স্বপন বিশ্বাস। বক্তব্য রাখেন ডাঃ কার্তিক নসিপুরী, ডাঃ সুমন মিশ্র, ডাঃ ভবরঞ্জন শিকদার, ডাঃ সুস্মিতা বিশ্বাস। কনভেনশনে অধ্যাপক বিজয় কৃষ্ণ দলুই সহ বোলপুর শান্তিনিকেতনের বিশিষ্টজনেরা সুচিন্তিত বক্তব্য রাখেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজের অধ্যাপক, শিক্ষক, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং বিভিন্ন অংশের একশোর বেশি মানুষ উপস্থিত ছিলেন। আন্দোলন এগিয়ে নিয়ে যেতে ডাঃ ভবরঞ্জন শিকদারকে সভাপতি করে কোর কমিটি গঠন করা হয়।