হাওড়ার শিবপুরে আচার্য জগদীশচন্দ্র বসু ভারতীয় উদ্ভিদ উদ্যানের জলাশয়গুলিতে জল দূষিত হয়ে মাছের মড়ক লেগেছে৷ রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কর্তৃপক্ষ ব্যবস্থা না নেওয়ায় পরপর তিনবার মড়ক ঘটল৷ কর্তৃপক্ষের এই উদাসীনতার প্রতিবাদে ১৮ মার্চ উদ্যানের মূল ফটকের সামনে প্রতিবাদ সভা করে বোটানিক গার্ডেন রোড ডেইলি ওয়াকার্স অ্যাসোসিয়েশন৷ বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী স্মরজিৎ রায়চৌধুরী ও অন্যান্যরা৷ বোটানিক গার্ডেনকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর দাবি ওঠে৷