বোরো চাষে জলের দাবিতে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ব্লকের চাষিরা ১৭ ফেব্রুয়ারি তমলুক-পাঁশকুড়া রাস্তা অবরোধ করেন। এই ব্লকের চাষিরা জলের জন্য পায়রাটুঙ্গি খালের উপর নির্ভরশীল। গত আমন চাষে অতিবৃষ্টি এবং ওই খাল পরিষ্কার না থাকার ফলে ধানের ফলন মার খেয়েছে। পান, ফুলেরও যথেষ্ট ক্ষতি হয়েছে। বোরো ধান চাষ শুরু হয়েছে এখন। কিন্তু পূর্ণিমার কোটাল চলে গেলেও জল ছাড়া হয়নি। মানিকতলায় রাস্তার কাজের নামে হঠাৎ করে খাল ঘিরে দেওয়ায় একটুও জল আসছে না। শ্রীরামপুর বাস স্টপেজের কাছে দুই শতাধিক চাষি রাজ্য সড়ক অবরোধ করেন। পরে পুলিশ প্রশাসন এবং পঞ্চায়েত অফিস থেকে আধিকারিকরা এসে প্রতিশ্রুতি দেন– অতি দ্রুত জল দেওয়া হবে এবং খাল সংস্কারের বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে একটি সভার আয়োজন করা হবে।