বেসরকারিকরণ প্রতিরোধে নাগরিক প্রতিরোধ মঞ্চের কনভেনশন

রেল প্রতিরক্ষা ব্যাঙ্ক বিদ্যুৎ ইস্পাত সহ রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলির বেসরকারিকরণ ও কেন্দ্র-রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে ১৮ জুলাই নাগরিক প্রতিরোধ মঞ্চের উদ্যোগে সারা বাংলা কনভেনশন অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন প্রাক্তন সাংসদ ডাঃ তরুণ মণ্ডল। মূল প্রস্তাব উত্থাপন করেন নন্দীগ্রাম জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা নন্দ পাত্র। শুরুতে প্রসার ভারতীর প্রাক্তন সিইও জহর সরকার তাঁর বক্তব্যে বর্তমান কেন্দ্রীয় সরকারের জনবিরোধী পদক্ষেপগুলি তুলে ধরে সমস্ত মানুষকে সতর্ক করেন। তিনি নাগরিক প্রতিরোধ মঞ্চের আন্দোলনগুলিকে এগিয়ে নিয়ে যেতে তাঁর সবরকম সহযোগিতার আশ্বাস দেন। বক্তব্য রাখেন অল ইন্ডিয়া পাওয়ার ইঞ্জিনিয়ারস ফেডারেশনের চেয়ারম্যান শৈলেন দুবে, শিল্পী-সাংস্কৃতিক কর্মী-বুদ্ধিজীবী মঞ্চের সম্পাদক দিলীপ চক্রবর্তী, অল ইন্ডিয়া রেলওয়ে মেন্স ফেডারেশনের সহ সভাপতি গৌতম মুখার্জী। এছাড়াও বক্তব্য রাখেন অভিনেতা ও পরিচালক কৌশিক সেন, ব্যাঙ্ক সংগঠনের জগন্নাথ রায় মণ্ডল, ইস্পাত শিল্প শ্রমিক সংগঠনের পক্ষ থেকে অমর চৌধুরী। সব শেষে মঞ্চের পক্ষ থেকে বিশিষ্ট শ্রমিক নেতা অশোক দাস রাজ্যবাসীকে আন্দোলনের আহ্বান জানান।

গণদাবী ৭৩ বর্ষ ৪০ সংখ্যা