বেসরকারিকরণের বিরুদ্ধে শিলিগুড়িতে নাগরিক কনভেনশন

রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের বেসরকারিকরণ ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে ২৮ নভেম্বর শিলিগুড়ির রামকিঙ্কর প্রদর্শনী হলে নাগরিক কনভেনশন অনুষ্ঠিত হয়। কনভেনশনে বক্তারা রেল, ব্যাঙ্ক, বিমা, বিদ্যুৎ, শিক্ষা, খনি, প্রতিরক্ষা, টেলিকমিউনিকেশন সহ বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার কর্তৃক ব্যাপক বেসরকারিকরণের তীব্র সমালোচনা করেন। কৃষক আন্দোলনের ঐতিহাসিক জয়কে অভিনন্দন জানিয়ে বক্তারা আন্দোলন তীব্রতর করার আহ্বান জানান। বক্তব্য রাখেন গৌরীশংকর দাশ, নাট্যব্যক্তিত্ব পার্থ চৌধুরী, রেল আন্দোলনের নেতা বিমলেন্দু চক্রবর্তী, বলাকা চ্যাটার্জি, হিমাদ্রিশ তালুকদার প্রমুখ। সঞ্চালনা করেন রীতা ঠাকুর। গোপালকৃষ্ণ সাহাকে সভাপতি, অরূপ রতন রায় ও দীপ্তি রায়কে যুগ্ম সম্পাদক ও প্রণব সরকারকে কোষাধ্যক্ষ করে ৪২ জনের নাগরিক প্রতিরোধ মঞ্চ তৈরি হয়।

গণদাবী ৭৪ বর্ষ ২০ সংখ্যা ২৪ ডিসেম্বর ২০২১