কেন্দ্রের বিজেপি সরকার প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনকারী ৪১টি সংস্থাকে বেসরকারি করার লক্ষ্য থেকে কর্পোরেটে পরিণত করার যে সিদ্ধান্ত নিয়েছে তার বিরুদ্ধে ওইসব কারখানার শ্রমিক সংগঠনগুলি ও বিভিন্ন ফেডারেশন ২০ আগস্ট থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ৩০ দিন লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছে৷ কেন্দ্রীয় শ্রমিক সংগঠন এ আই ইউ টি ইউ সি–র সাধারণ সম্পাদক কমরেড শংকর সাহা অর্ডন্যান্স কারখানার শ্রমিকদের ধর্মঘটের এই সাহসী এবং সঠিক সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানিয়েছেন৷ ৮ আগস্ট এক বিবৃতিতে এই ধর্মঘটকে সর্বাত্মক সমর্থন জানিয়ে ধর্মঘটি শ্রমিক নেতৃত্বের উদ্দেশ্যে বলেন, সারা দেশের শ্রমিক শ্রেণি আপনাদের এই আন্দোলনের পাশে আছে৷ প্রসঙ্গত উল্লেখ্য, বিজেপি সরকারের এই সিদ্ধান্ত কার্যকর হলে এখানে কর্মরত ৮২ হাজার স্থায়ী কর্মী, ৪০ হাজার ঠিকা কর্মী সহ অন্যান্য কর্মীরা ধীরে ধীরে ছাঁটাইয়ের মুখে পড়বেন৷ কমরেড শংকর সাহা শ্রমিক স্বার্থ বিরোধী এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার জন্য কেন্দ্রের কাছে দাবি জানান৷