হাওড়া ও শিয়ালদা শাখায় বেশি সংখ্যায় ট্রেন চালানোর দাবি জানিয়ে এস ইউ সি আই(সি) দলের রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য ৭ নভেম্বর এক বিবৃতিতে বলেন,
“অসংখ্য দিনমজুর পরিচারিকা হকার সহ সাধারণ মানুষের যাতায়াত এবং তারই সাথে স্বাস্থ্য বিধি রক্ষা করে লোকাল ট্রেন চালাতে গেলে অধিক সংখ্যায় যদি তা চালানো না হয় তাহলে ভিড় কমানো এবং স্বাস্থ্যবিধি রক্ষা কোনটাই বাস্তবে সম্ভব হবে না। স্বাভাবিক পরিষেবা চালু যখন থাকে তখনই যে ভীড় হয় তাতেই নিত্য যাত্রীদের যাতায়াতে প্রভূত অসুবিধা হয়। ফলে ৪৫ শতাংশ ট্রেন চলবে আবার কোভিড প্রোটোকল মেনে চলা হবে তা সোনার পাথরবাটি ছাড়া কিছু নয়। এই পরিপ্রেক্ষিতে আমাদের দাবি, ভীড় কমানোর জন্য স্বাভাবিক অবস্থায় যত সংখ্যক ট্রেন চলত তার থেকে বেশি সংখ্যক ট্রেন চালাতে হবে, হকার ও পরিচারিকা সমেত সমস্ত গরিব মানুষ যাতে ট্রেনে উঠতে পারে তার ব্যবস্থা করতে হবে, সমস্ত স্টেশনে ট্রেন দাঁড় করাতে হবে এবং ট্রেনের কামরা স্টেশন প্ল্যাটফর্ম নিয়মিতভাবে জীবাণুমুক্ত করতে হবে”।