পশ্চিম মেদিনীপুরের বেলপাহাড়ি কাস্টমার কেয়ার সেন্টারের অধীনস্থ গ্রাহকদের ভয়াবহ বকেয়া বিল মকুব, কেটে দেওয়া লাইন বিনা শর্তে জুড়ে দেওয়া, লেট পেমেন্ট সারচার্জের নাম করে গ্রাহকদের কাছ থেকে চড়া সুদে টাকা আদায় বন্ধ করা, বন্ধ ও ত্রুটিপূর্ণ মিটার এক মাসের মধ্যে পরিবর্তন করা, জঙ্গলমহলের গ্রাহকদের বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ সহ ৭ দফা দাবিতে ৩১ অক্টোবর সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতি বেলপাহাড়ি শাখা স্টেশন ম্যানেজারের দপ্তরে বিক্ষোভ দেখায়৷ ব্লকের বিভিন্ন এলাকা থেকে আগত তিন শতাধিক বিদ্যুৎ গ্রাহকের একটি প্রতিবাদ মিছিল বেলপাহাড়ি বাজার পরিক্রমা করে বিদ্যুৎ দপ্তরে পৌঁছলে সেখানে এক সভায় বক্তব্য রাখেন সমিতির ঝাড়গ্রাম জেলা সংগঠক মহাদেব প্রতিহার, তপন রায়, ব্লক সংগঠক শঙ্কর পাল প্রমুখ৷ এরপর একটি প্রতিনিধি দল বেলপাহাড়ি স্টেশন ম্যানেজারের নিকট স্মারকলিপি প্রদান করে৷
(৭১ বর্ষ ১৪ সংখ্যা ১৬ – ২২ নভেম্বর, ২০১৮)