স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএমগুলিতে কর্মরত গার্ডদের ডেজিগনেশন পরিবর্তন করে হাউজ কিপিং স্টাফ হিসাবে দেখিয়ে তাঁদের মাথাপিছু বেতন এক ধাক্কায় তিন থেকে সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত কমিয়ে দেওয়া হয়েছে৷ কেন এই সিদ্ধান্ত? স্টেট ব্যাঙ্ক কর্তৃপক্ষ কোনও উত্তর দেয়নি৷
এরই প্রতিবাদে অল ইন্ডিয়া ব্যাঙ্ক কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজ ইউনিটি ফোরামের উদ্যোগে ৮ ডিসেম্বর রায়গঞ্জ প্রেস ক্লাবে বিভিন্ন ব্যাঙ্কের স্থায়ী এবং অস্থায়ী কর্মীদের উপস্থিতিতে এক কনভেনশন অনুষ্ঠিত হয়৷ এ আই ইউ টি ইউ সি–র রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য, কমরেড বঙ্কিমচন্দ্র বেরা বলেন, ‘‘জিনিসপত্রের দাম যখন ক্রমশ বাড়ছে তখন বেতন বাড়ানোর পরিবর্তে কমিয়ে দেওয়া অত্যন্ত অন্যায়৷ কর্তৃপক্ষ স্থায়ী কাজে স্থায়ী নিয়োগ না করে হায়ার অ্যান্ড ফায়ার কৌশল নিয়ে চলছে৷ বহু জায়গায় বাড়তি পারিশ্রমিক ছাড়াই ৮ ঘন্টার বেশি কাজ করানো হচ্ছে৷’’ তিনি সংগ্রাম কমিটি গড়ে তুলে আন্দোলনে সামিল হওয়ার আবেদন জানান৷ কনভেনশনে উপস্থিত ছিলেন আইডিবিআই ব্যাঙ্ক আন্দোলনের নেতা বিজয় লোধ, গোপাল দেবনাথ প্রমুখ৷ ফোরামের পক্ষ থেকে ২৮ ডিসেম্বর কলকাতার বিবাদি বাগে বেঙ্গল চেম্বার্স অফ কমার্সের সামনে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে৷