পূর্ব মেদিনীপুরের এগরার ছত্রি গ্রামে ৭১ বছরের এক আদিবাসী বৃদ্ধাকে আগে থেকে ছক কষে মদ্যপান করিয়ে ধর্ষণ ও পাশবিক নির্যাতন করে কয়েকজন দুষ্কৃতি৷ এই ঘটনার প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তার, নির্যাতিতার উপযুক্ত চিকিৎসা ও এলাকায় মদের ভাটি বন্ধ করার দাবিতে ১২ জুলাই এমএসএস, ডিএসও এবং ডিওয়াইও–র উদ্যোগে এগরা থানায় বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি নেওয়া হয়৷
দুষ্কৃতি খোকন সিং, অনন্ত নায়েক, বলাই সিং–রা ওই বৃদ্ধাকে সঙ্গে নিয়ে মদ্যপান করে৷ এরপর তারা তাঁকে ধর্ষণ করতে গেলে বৃদ্ধা প্রবল বাধা দেন৷ দুষ্কৃতিরা তাঁকে ব্যাপক মারধর করে৷ স্থানীয় মানুষ বৃদ্ধাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে দেন৷ এই ঘটনা স্থানীয় মাতব্বররা গোপন করতে চাইলেও নির্যাতিতার পুত্র ও পুত্রবধূ স্থানীয় এমএসএস সংগঠক রেবতী দাসকে সবকিছু খুলে বলেন৷
এসইউসিআই(সি) নেতৃত্ব বিষয়টির সন্ধান করতে হাসপাতালে যান ও নির্যাতিতার দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন৷ ওই দিনেই এমএসএস, ডিএসও, ডিওয়াইও–র পক্ষ থেকে এগরা থানায় বিক্ষোভ দেখানো হয়৷ আন্দোলনের চাপে থানার ওসি নির্যাতিতাকে চিকিৎসার জন্য মেদিনীপুর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন৷
১৫ জুলাই ছত্রি গ্রামে শতাধিক মহিলা মদ ও নারী নিগ্রহ বিরোধী কনভেনশন আয়োজন করেন এবং মিছিল করে এলাকায় মদের ভাটি ভেঙে ফেলার দাবিতে আন্দোলনের ডাক দেন৷ এদিনের বিক্ষোভসভায় বক্তব্য রাখেন কমরেড রীতা প্রধান৷ আন্দোলনের চাপে পুলিশ একজন অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে৷
(৭০ বর্ষ ৪৮ সংখ্যা ২০ জুলাই, ২০১৮)