গত ২১ জানুয়ারি ২০২৫ অভয়ার ন্যায়বিচার সহ নানা দাবিতে এসইউসিআই(সি)-র ডাকে কলকাতায় মহামিছিলে যোগ দেওয়া এক ছাত্রের অভিব্যক্তি
আমি সপ্তর্ষি রায়, একাদশ শ্রেণির কলা বিভাগের ছাত্র। বাড়ি পশ্চিম মেদিনীপুরের মহাতাবপুরে। আমার বাবা একজন প্রাথমিক শিক্ষক। গত ২১ জানুয়ারি একটি নতুন রকমের জগতে সকাল থেকে রাত্রি পর্যন্ত আমার কেটেছে। আগের দিন অর্থাৎ ২০ জানুয়ারি শরীরে জ্বর ছিল। হিরণ্য স্যারকে প্রায় না যাওয়ার সম্ভাবনাই বলেছিলাম। স্যারকে না বলতে পারাটাই হচ্ছে সব থেকে কঠিন কাজ। তাই সব কিছুকে উপেক্ষা করে চললাম কলকাতার উদ্দেশ্যে।
বাসের মধ্যে একজন দিদুনের সাথে পরিচয় হয়েছিল। যাঁর হাত ধরে গোটা মিছিলটাই ঘুরেছি। বাস থেকে নামার সময় পর্যন্ত যাঁর অনুশাসনের মধ্যে ভালোবাসার, আন্তরিকতার সুর খুঁজে পেয়েছিলাম তৎক্ষণাৎ। যে আন্তরিকতা আমি স্যারের কাছেও পাই। বাস থেকে নামার সময় বুঝতে পারলাম প্রকৃত রাজনীতি কাকে বলে। অন্য কোনও দলের সাথে কোনও দিন মিশিনি, যাইনি। তবে দূর থেকে যা মনে হয়েছিল, রাজনীতি মানে নেশা, খারাপ কথা, লোক ঠকানো, মারপিট, উল্লাস ও অসামাজিকতা। কিন্তু এদের দেখে এসইউসিআই দলকে একটি ভিন্ন রকমের রাজনৈতিক দল বলে মনে হয়েছে। আমার বাড়ির লোকজনও আমার ছবি ও আমাকে দেখে খুশি। সব থেকে অবাক লেগেছে এবং এক প্রকার চমকে গিয়েছি স্যারের জোরগলার স্লোগান শুনে। মানুষ হিসেবে সমাজের প্রতি যে কিছু দায়বদ্ধতা আমারও আছে, মিছিল থেকে ফিরে সেদিন আমার এটাই মনে হয়েছে। আগামী দিনে যতটা সম্ভব আমিও চেষ্টা করব এই রকম কর্মসূচিতে নিজেকে নিয়োজিত রাখতে।