Breaking News

বিহারঃ মাড়ওয়ানে বিক্ষোভ মিছিল

ব্লক ও অঞ্চল অফিসে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে এবং শিক্ষা-স্বাস্থ্য-বিদ্যুতের বেসরকারিকরণ ও স্মার্ট মিটার চালুর বিরুদ্ধে ১২ সেপ্টেম্বর বিহার রাজ্যের মাড়ওয়ানে বিডিও দফতরের সামনে এস ইউ সি আই (সি)-র ডাকে বিক্ষোভ দেখান এলাকার মানুষ। এর আগে গান্ধী জানকী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে একটি মিছিল সোচ্চার স্লোগান সহকারে দফতরের সামনে আসে। বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন মাড়ওয়ান পশ্চিম লোকাল কমিটির সম্পাদক তারকেশ্বর গিরি। সভাপতিত্ব করেন মাড়ওয়ান পূর্ব লোকাল কমিটির সম্পাদক বিপিন কুমার ঠাকুর। একটি প্রতিনিধিদল বিডিও এবং সিআই-এর সাথে কথাবার্তা বলেন। গোটা কার্যক্রমটির নেতৃত্ব দেন লালবাবু রায়, কুমোদ রাম প্রমুখ নেতৃবৃন্দ।