মেদিনীপুর মেডিকেল কলেজে বিষাক্ত স্যালাইন ব্যবহারের ফলে একজন প্রসূতির মৃত্যু ও সংকটজনক অবস্থায় তিন প্রসূতিকে তড়িঘড়ি গ্রিন করিডোর করে এসএসকেএম হাসপাতালে ভর্তির মর্মান্তিক ঘটনার প্রতিবাদে ১১ জানুয়ারি এস ইউ সি আই (সি) দলের উদ্যোগে মেদিনীপুর শহরে বিক্ষোভ মিছিল ও মোড়ে মোড়ে পথসভা হয়। নেতৃত্ব দেন দলের পশ্চিম মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা সম্পাদক কমরেড নারায়ণ অধিকারী। ‘সিটিজেন্স ফর জাস্টিস’ ও ‘জনস্বাস্থ্য রক্ষা কমিটির’ পক্ষ থেকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের এমএসভিপি-র কাছে ডেপুটেশনে নেতৃত্ব দেন ডাঃপ্রাণতোষ মাইতি, ডাঃ দীপক গিরি, দীপক বসু প্রমুখ।
১৩ জানুয়ারি মেদিনীপুর শহরে দলের পক্ষ থেকে জেলা প্রশাসনিক দপ্তরের সামনে বিক্ষোভ ও পথ অবরোধ করা হয়। অবরোধে স্বতঃস্ফূর্ত ভাবে সাধারণ নাগরিকরাও অংশ নেন। দাবি ওঠে– অবিলম্বে ঘটনার সঠিক তদন্তের ভিত্তিতে এই ঘটনায় জড়িত স্বাস্থ্য-কর্তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই দুর্নীতি ও মর্মান্তিক ঘটনার দায়ভার স্বাস্থ্যমন্ত্রীকে নিতে হবে। অবরোধ কর্মসূচির পর মিছিল হাসপাতাল গেট সহ সারা শহর পরিক্রমা করে এবং রাস্তার মোড়ে মোড়ে বিক্ষোভসভা হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন দলের জেলা কমিটির সদস্য কমরেড প্রভঞ্জন জানা, সিদ্ধার্থ ঘাঁটা, বিশ্বরঞ্জন গিরি, অনিন্দিতা জানা প্রমুখ।