‘শ্রমিক শ্রেণির মুক্তি সংগ্রামের অর্থ শ্রেণির জন্য সুযোগ সুবিধা ও একচেটিয়া কর্তৃত্ব অর্জন করা নয়৷ সম অধিকার ও সম কর্তব্য প্রতিষ্ঠা করা ও সমস্ত শ্রেণি শোষণের অবসান ঘটানো৷’
– কার্ল মার্কস
১৪ মার্চ বৈজ্ঞানিক সমাজতন্ত্রের উদগাতা, বিশ্ব সাম্যবাদী আন্দোলনের পথিকৃৎ মহান কার্ল মার্কসের ১৩৬তম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে ভারতের সর্বত্র এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের পক্ষ থেকে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়৷ এই উপলক্ষে উদ্ধৃতি প্রদর্শনী, বুক স্টল ইত্যাদির আয়োজনও করা হয়েছিল৷
দলের কেন্দ্রীয় অফিসে রক্তপতাকা উত্তোলন এবং মহান মার্কসের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করেন পলিটবুরো সদস্য কমরেড অসিত ভট্টাচার্য৷ এছাড়াও কেন্দ্রীয় ও রাজ্য নেতৃবৃন্দ এবং বহু কর্মী–সমর্থক উপস্থিত ছিলেন৷