লেনিনবাদ সম্পর্কে স্ট্যালিনের উপলব্ধি মার্কসবাদ–লেনিনবাদের সঠিক উপলব্ধি৷ এই উপলব্ধির ভিত্তিতেই সাম্যবাদী আন্দোলন বর্তমান স্তরে পৌঁছাতে সক্ষম হয়েছে৷ …এ কথা স্বীকার করতেই হবে যে, তাঁর পূর্বসূরী মার্কস–এঙ্গেলস এবং লেনিনের মতো স্ট্যালিনও মার্কসবাদ লেনিনবাদ সম্পর্কে একজন অথরিটি৷ …তত্ত্বগত ক্ষেত্রে অনন্য ক্ষমতার অধিকারী হিসাবেই শুধু নয়, সাম্যবাদী আন্দোলনের একজন অসামান্য সংগঠক হিসাবেও মার্কস, এঙ্গেলস এবং লেনিনের সঙ্গে স্ট্যালিনও আমাদের স্মৃতিপটে অম্লান হয়ে থাকবেন৷ … স্ট্যালিনকে মুছে ফেলার অনিবার্য পরিণাম হল তাঁর অথরিটিকে অস্বীকার করা, যার অর্থ লেনিনবাদ সম্পর্কে তাঁর উপলব্ধি যেটি মার্কসবাদ–লেনিনবাদ সম্পর্কে আজকের দিনের সঠিক উপলব্ধি, তাকেই অস্বীকার করা৷
– শিবদাস ঘোষ