১৫ জানুয়ারি রাতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিদ্যাভবন সিনিয়র বয়েজ হোস্টেলে এবিভিপি আশ্রিত গুণ্ডারা প্রবেশ করে ছাত্রদের উপর নৃশংস হামলা চালায়৷ দু’জন ছাত্র এই হামলায় গুরুতরভাবে আহত হয়েছেন৷ এআইডিএসও–র পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মণিশঙ্কর পট্টনায়েক এই আক্রমণের তীব্র নিন্দা করে ১৬ জানুয়ারি এক বিবৃতিতে বলেন, আমরা মনে করি এই ঘটনা সম্পূর্ণ পূর্বপরিকল্পিত৷ গত ৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সিএএ–র সমর্থনে অনুষ্ঠিত সেমিনারে রাজ্যসভার বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্তের বক্তৃতার বিরোধিতা করেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্র প্রতিনিধিরা৷ সেই ঘটনার প্রেক্ষিতে ক্ষিপ্ত হয়েই হামলা চালিয়েছে আরএসএস–এর সংগঠন এবিভিপি৷
গোটা দেশ জুড়ে যে ধর্মীয় বিভাজন বিভাজন বিরোধী গণতান্ত্রিক আন্দোলন চলছে, তাতে দেশের ছাত্র সমাজ বলিষ্ঠ ভূমিকা নিচ্ছে৷ এতেই ক্ষিপ্ত হয়ে প্রতিক্রিয়াশীল চক্র বিজেপির নেতৃত্বে অগ্রণী শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে হামলা চালাচ্ছে৷
তিনি ছাত্রসমাজ সহ সকল অংশের শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে এই অশুভ শক্তির বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান৷
এই হামলার প্রতিবাদে এআইডিএসওর ডাকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে ও গুরুত্বপূর্ণ শহরে বিক্ষোভ দেখায় ছাত্ররা৷