বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে স্থায়ীভাবে আধাসেনা বাহিনী সিআইএসএফ মোতায়েন করেছে কর্তৃপক্ষ৷ রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্ন ছিল, শিক্ষা প্রতিষ্ঠান হবে মুক্তচিন্তার অঙ্গন৷ তাঁরই স্মৃতি বিজড়িত বিশ্বভারতীতে কেন্দ্রীয় সরকার এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেন্দ্রীয় শিল্প নিরাপত্তাবাহিনী (সিআইএসএফ) মোতায়েন করেছে ছাত্রদের প্রতিবাদী সত্তা গায়ের জোরে দমন করার জন্য৷
এআইডিএসও এর বিরুদ্ধে একেবারে প্রথম দিন থেকেই আন্দোলন গড়ে তুলেছে৷ ১১ নভেম্বর রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে উপস্থিত হলে অবস্থান–বিক্ষোভ করে প্রতিবাদ জানায় এআইডিএসও–র নেতৃত্বে ছাত্রছাত্রীরা৷ রাষ্ট্রপতির উদ্দেশে সংগঠন খোলা চিঠি প্রকাশ করেছে৷
ওই দিন বিশ্বভারতীর স্টেট ব্যাঙ্কের সামনে অবস্থান মঞ্চে পুলিশ হামলা চালায়৷ জোর করে অবস্থান ভেঙে দেওয়ার চেষ্টা করে৷ না পেরে তিন ঘন্টারও বেশি সময় তারা ছাত্রছাত্রীদের ঘেরাও করে রাখে৷ এই পুলিশি হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে সংগঠনের বিশ্বভারতী লোকাল কমিটি সম্পাদক রিয়া গড়াই অবিলম্বে আধাসেনা বাহিনীকে বিশ্ববিদ্যালয় থেকে তুলে নেওয়ার দাবি জানান৷