৯ জুন ঐতিহাসিক মুণ্ডা বিদ্রোহের অন্যতম নেতা বিরসা মুণ্ডার ১২১তম স্মরণদিবস৷ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়৷ পশ্চিম মেদিনীপুরে কেশিয়াড়ি ব্লকের কানপুর বিরসা মুণ্ডা স্মৃতি শিক্ষা নিকেতন, বিরসা মুণ্ডা স্মৃতিরক্ষা সমিতি, কথাবলা মনযোগ পঠন পাঠন কেন্দ্রের পক্ষ থেকে কানপুরে বিরসা মুণ্ডা ও বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করা হয়৷ মাল্যদান করেন সমিতির কার্যকরী সদস্য পরেশ বেরা সহ শিক্ষক–শিক্ষিকা ও ছাত্র ছাত্রীরা৷ একটি আলোচনা সভার আয়োজন করা হয়৷ বিরসা মুণ্ডার জীবনের নানা ঘটনাবলি ও জীবনাদর্শের কথা তুলে ধরেন বক্তারা৷