কেন্দ্রীয় বিজেপি সরকার সংসদের বাদল অধিবেশনে কোনও আলোচনা ছাড়াই সংখ্যাগরিষ্ঠতার জোরে পাশ করিয়ে নিচ্ছে একের পর এক জনবিরোধী বিল। ঠিক এ ভাবেই তারা ২ আগস্ট পাশ করিয়ে নিয়েছে ‘জেনারেল ইনসিওরেন্স বিজনেস (ন্যাশলাইজেশন) অ্যামেন্ডমেন্ট বিল’।
এর ফলে রাষ্ট্রায়ত্ত সাধারণ বিমা সংস্থাগুলিতে সরকারের ৫১ শতাংশ শেয়ার রাখার বাধ্যবাধকতা আর থাকল না। এর ফলে দেশের কোটি কোটি সাধারণ মানুষের টাকায় গড়ে ওঠা সরকারি বিমা কোম্পানিগুলির বেসরকারিকরণের পথ পুরোপুরি খুলে গেল। এর ফলে সাধারণ বিমাকারীদের স্বার্থ মারাত্মকভাবে বিঘ্নিত হবে।
এ আই ইউ টি ইউ সি-র সাধারণ সম্পাদক কমরেড শঙ্কর দাশগুপ্ত এর তীব্র প্রতিবাদ জানিয়ে ৪ আগস্ট এক বিবৃতিতে বলেন, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এবং বিমা সংস্থাগুলিকে দেশি বিদেশি মালিকদের হাতে তুলে দেওয়ার এই সিদ্ধান্ত চূড়ান্ত জনবিরোধী। তিনি দেশ জুড়ে আন্দোলনে এগিয়ে আসার জন্য সাধারণ মানুষ, বিশেষত শ্রমিক শ্রেণির কাছে আহ্বান জানিয়েছেন।