স্বাধীনতা আন্দোলনের আপসহীন ধারার বিপ্লবী চন্দ্রশেখর আজাদের শহিদ দিবস ২৭ ফেব্রুয়ারি পালিত হল এলাহাবাদের আজাদ পার্কে। সেখানেই তিনি ব্রিটিশ পুলিশের সঙ্গে সংঘর্ষে বীরের মৃত্যু বরণ করেছিলেন। ‘সৃজন এক পহল’ পত্রিকার পক্ষ থেকে শহিদ চন্দ্রশেখর আজাদের মূর্তিতে মাল্যদান, কবিতা পাঠ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বহু ছাত্রছাত্রী এতে অংশগ্রহণ করেন।