সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) দশম ও দ্বাদশ শ্রেণির ফাইনাল পরীক্ষায় ব্যাপক হারে ফি বাড়িয়েছে৷ সাধারণ ছাত্রছাত্রীদের যেখানে ৫টি বিষয়ের জন্য ফি ছিল ৭৫০ টাকা, সেখানে এখন দিতে হবে ১৫০০ টাকা৷ বৃদ্ধির পরিমাণ দ্বিগুণ৷ এস সি এবং এস টি ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বৃদ্ধি করা হয়েছে ২৪ গুণ৷ তাদের ক্ষেত্রে ফি ৫০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ১২০০ টাকা৷ ঐচ্ছিক বিষয়েও ফি বাড়ানো হয়েছে৷ এ ক্ষেত্রে সাধারণ ছাত্রছাত্রীদের ফি ১৫০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৩০০ টাকা৷ এসসি, এসটি ছাত্রছাত্রীদের ক্ষেত্রে আগে কোনও ফি দিতে হত না৷ এখন দিতে হবে ৩০০ টাকা৷ মাইগ্রেশন ফি–ও ১৫০ টাকা থেকে বাড়িয়ে ৩৫০ টাকা করা হয়েছে৷
এই বিপুল পরিমাণ ফি বৃদ্ধির তীব্র বিরোধিতা করেছে এ আই ডি এস ও৷ সংগঠনের সর্বভারতীয় সভাপতি কমরেড কমল সাঁই এবং সাধারণ সম্পাদক কমরেড অশোক মিশ্র ১৩ আগস্ট এক বিবৃতিতে বলেন, এর ফলে সাধারণভাবে সকল ছাত্রছাত্রী এবং বিশেষভাবে এসসি, এসটি ছাত্রছাত্রীরা শিক্ষার ক্ষেত্রে প্রবল আর্থিক সংকটে পড়বেন৷ সংগঠনের পক্ষ থেকে এর বিরুদ্ধে দেশব্যাপী তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে৷