বাঁকুড়ার খাতড়ায় স্বরাজনগর টিচার্স ট্রেনিং কলেজে ১৯-২১ ফেব্রুয়ারি বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির ২৭তম দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হল।
১৯ ফেব্রুয়ারি খাতড়া শহরে প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয়। ২০ ফেব্রুয়ারি ‘জাতীয় শিক্ষানীতি-২০২০ শিক্ষার অবশেষটুকুকেও ধ্বংস করবে’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। প্রাথমিকে পঠন-পাঠন শুরু, দুর্নীতিমুক্তভাবে শিক্ষক নিয়োগ ও বদলি সহ শিক্ষা ও শিক্ষকদের ১৫ দফা গুরুত্বপূর্ণ দাবিতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত গৃহীত হয়। পুরুলিয়ার সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক প্রণব হাজরা, বাঁকুড়া খ্রিস্টান কলেজের অধ্যাপক অরুণাভ ব্যানার্জী, খাতড়া কলেজের অধ্যাপিকা মঞ্জু চক্রবর্তী, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সদস্য দিলীপ মাইতি বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অজিত হোড়। সম্মেলনে মোসাব্বর হোসেন এবং আনন্দ হাণ্ডাকে যথাক্রমে সভাপতি ও সম্পাদক করে ৫৩ জনের রাজ্য কমিটি নির্বাচিত হয়।