
২ মে মেডিকেল সার্ভিস সেন্টার ও পিএমপিএআই-এর মুর্শিদাবাদ জেলা কমিটির যৌথ উদ্যোগে লালবাগ ‘সুভাষচন্দ্র বসু সেন্টিনারি কলেজ’ কর্তৃপক্ষের সহযোগিতায় কলেজ হলে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির হয়।
শিবিরে প্রায় দেড় শতাধিক নাগরিকের হেলথ চেক আপ (হার্ট-চোখ-দাঁত-জেনারেল মেডিসিন) এবং সুগার পরীক্ষা করে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।
কলেজ অধ্যক্ষের সভাপত্বিতে ডাক্তার-প্যারামেডিকেল স্টাফ-শিক্ষকদের সংবর্ধনা জানানো হয়। বিশিষ্ট কার্ডিওলজিস্ট ও এমএসসি-র রাজ্য কোষাধ্যক্ষ ডাঃ নীলরতন নাইয়া স্বাস্থ্য সচেতনতা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। অন্যান্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন। স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করেন কলেজের ছাত্রছাত্রী, অধ্যাপক-অধ্যাপিকা ও অশিক্ষক কর্মচারীবৃন্দ।

সোনারপুরঃ ১৩ এপ্রিল দক্ষিণ ২৪ পরগণার সোনারপুরে মকরমপুর শিশু বিকাশ অ্যাকাডেমিতে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। শিবিরে ইসিজি, ব্লাড সুগার ইত্যাদি পরীক্ষা হয়। মেডিকেল সার্ভিস সেন্টারের চিকিৎসকরা দাঁতের সমস্যা সহ অন্যান্য রোগের চিকিৎসা করেন। প্রায় ১২০ জন রোগী চিকিৎসা পেয়ে উপকৃত হন।
লেখাটি গণদাবী ৭৭ বর্ষ ৩৬ সংখ্যা ১৮ এপ্রিল ২০২৫ এ প্রকাশিত