Breaking News

বিধানসভায় শিক্ষা নিয়ে বিতর্কে শিক্ষাই থাকল না

রাজ্য বিধানসভায় শিক্ষা দফতরের বাজেট বিতর্কে কোনও বিতর্ক দেখা গেল না। কেন্দ্রীয় সরকার রাজ্যের মতামত না নিয়েই জাতীয় শিক্ষানীতি প্রয়োগ করতে গিয়ে শিক্ষার বেসরকারিকরণ ও ব্যবসায়ীকরণ করছে, ৩ বছরের পরিবর্তে ৪ বছরের ডিগ্রি কোর্স চালু করার ফরমান দিয়েছে। অথচ পরিকাঠামো বৃদ্ধির জন্য কোনও আর্থিক অনুদান দিচ্ছে না, খসড়া ইউজিসি রেগুলেশন-২৫ ঘোষণা করে রাজ্য বিশ্ববিদ্যালয় সমেত সমগ্র উচ্চশিক্ষার উপর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে ইত্যাদি বিষয়ের উপর কোনও বিতর্ক হল না। অন্যদিকে বিধানসভার শিক্ষা বিষয়ক স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট অনুযায়ী রাজ্যে স্কুলছুট বাড়ছে, উচ্চমাধ্যমিকে পরীক্ষার্থী প্রতি বছর কমছে, কলকাতা-যাদবপুর সমেত রাজ্যের বহু বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, রেজিস্ট্রার প্রভৃতি গুরুত্বপূর্ণ পদে স্থায়ী নিয়োগ না হওয়ার ফলে উচ্চশিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এ সব কোনও বিষয়ে শাসক তৃণমূল বা বিরোধী বিজেপি বিধায়করা আলোচনার কোনও প্রয়োজন বোধ করলেন না। বিজেপি বিধায়করা আগামী ভোটের দিকে তাকিয়ে ধর্মীয় বিষয় নিয়ে মেতে রইলেন। তৃণমূল বিধায়করা কেন্দ্রীয় শিক্ষানীতি রাজ্যে কীভাবে ক্ষতি করছে তার উল্লেখ করলেন না। উভয় দলের দৃষ্টিভঙ্গি শিক্ষাস্বার্থ বিরোধী। এর তীব্র নিন্দা করেছেন প্রাক্তন বিধায়ক এস ইউ সি আই (সি) রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য তরুণ নস্কর।