Breaking News

বিদ্যুৎ মাশুল ৫০ শতাংশ কমানোর দাবিতে জেলায় জেলায় অ্যাবেকার বিক্ষোভ

পশ্চিম মেদিনীপুর

কয়লার দাম ৪০ শতাংশ হ্রাস পাওয়া, জিএসটি ৭ শতাংশ কমে যাওয়া এবং বন্টনজনিত ক্ষতি ২ শতাংশ কমে যাওয়ায় গত দু’বছরে বিদ্যুৎ কোম্পানির সাশ্রয় হয়েছে মোট ৬,৩৭৮ কোটি টাকা৷ কোম্পানির আইনসঙ্গত লাভ ১৬.৫ শতাংশ ধরেই বিদ্যুতের দাম নির্ধারিত হয়৷ এই লাভ ঠিক রেখেই এবং সরকারকে কোনও ভরতুকির বোঝা বহন না করেই সাশ্রয় হওয়া ৬,৩৭৮ কোটি টাকায় বিদ্যুতের দাম ৫০ শতাংশ কমানো সম্ভব৷ এই যুক্তি তুলে সরকারের হস্তক্ষেপের দাবিতে ১২ সেপ্টেম্বর জেলায় জেলায় ডি এম দপ্তরে  বিক্ষোভ দেখায় অ্যাবেকা৷

এদিন দক্ষিণ ২৪ পরগণা জেলার সহস্রাধিক বিদ্যুৎ গ্রাহক জেলা সহ সভাপতি স্বপন ভূঁইয়া, ডাঃ সুদর্শন নাইয়া, দিব্যেন্দু মুখার্জী ও সম্পাদক রামচন্দ্র সাহুর নেতৃত্বে আলিপুরে জেলাশাসকের দপ্তরের কাছে গেলে পুলিশ মিছিলের গতি রোধ করে৷ সেখানে এক বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন দিব্যেন্দু মুখার্জী ও রামচন্দ্র সাহু৷ বর্ধমানে দুই শতাধিক বিদ্যুৎ গ্রাহক জেলা সভাপতি হিমাদ্রি দে এবং সম্পাদক সুব্রত বিশ্বাসের নেতৃত্বে আইন অমান্য করেন৷ পশ্চিম মেদিনীপুরে ৮৫৬ জন গ্রাহক আইন অমান্য করেন৷ এই জেলার গ্রাহকরা উক্ত দাবিগুলি ছাড়াও বিদ্যুৎ পরিবহণের ক্ষেত্রে বাঁশের খুঁটি পাল্টানোর দাবি জানান৷ তাদের আরও দাবি লালগড় আন্দোলনের সময় থেকে প্রশাসনিক গাফিলতিতে যে বকেয়া বিলের পাহাড় জমা হচ্ছে তা মকুব করতে হবে৷ এদিন বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব মেদিনীপুর সহ অন্যান্য জেলাতেও বিদ্যুৎ গ্রাহকরা বিক্ষোভ দেখান৷

পূর্ব মেদিনীপু
মুর্শিদাবাদ
দক্ষিন ২৪ পরগণা
বর্ধমান

 

(৭১ বর্ষ ৮ সংখ্যা ২১ সেপ্টেম্বর, ২০১৮)