রাজ্যের বিদ্যুৎ উৎপাদন, সংবহন ও বন্টন কোম্পানিতে ঠিকাদারদের অধীনে স্থায়ী কাজে হাজার হাজার ঠিকাকর্মী রোদ, জল, ঝড়, বজ্রপাত ও হাড় কাঁপানো শীত উপেক্ষা করে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখার কাজে নিযুক্ত৷ সংশ্লিষ্ট কর্মীদের উপর চলা দীর্ঘদিনের বঞ্চনা নিরসনের জন্য এআইইডটিইডসি–র নেতৃত্বে পরিচালিত বিভিন্ন বিদ্যুৎ কর্মী সংগঠন সহ পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানি লিমিটেড কন্ট্রাক্টরস ওয়ার্কার্স ইডনিয়ন ধারাবাহিক আন্দোলন পরিচালনা করছে৷
এই সংগঠনগুলি তুলে ধরে যে বিদ্যুৎ শিল্প রাজ্য সরকার ঘোষিত ন্যূনতম মজুরিভুক্ত শিল্পগুলির মধ্যে পড়ে না৷ কিন্তু দশকের পর দশক ধরে ঝুঁকিবহুল ও দুর্ঘটনাপ্রবণ এই শিল্পে নিযুক্ত ঠিকাকর্মীদের জবরদস্তি রাজ্য সরকার ঘোষিত নূ্যনতম মজুরিভুক্ত নির্মাণকর্মীদের মজুরি দেওয়া হচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি৷ রাজ্যে একটার পর একটা সরকার পরিবর্তন হলেও ঠিকাকর্মীদের প্রতি এই অবিচার ও বঞ্চনার কোনও নিরসন হয়নি৷
এআইইউটিইউসি–র নেতৃত্বে দীর্ঘ কয়েক বছর ধরে বিদ্যুৎ মন্ত্রী, শ্রম মন্ত্রী, শ্রম কমিশনার, শ্রম দপ্তরের মুখ্য সচিব ও বিদ্যুৎ বন্টন কর্তৃপক্ষের কাছে সংশ্লিষ্ট কর্মীদের ন্যায়সঙ্গত দাবিগুলি তুলে ধরে বিক্ষোভ সমাবেশ হয়েছে, স্মারকলিপি দেওয়া হয়েছে৷ এই ধারাবাহিক আন্দোলনের ফলে বিদ্যুৎ বন্টন কোম্পানির ঠিকা কর্মীদের শ্রেণি নির্ধারণ করে বেতন সংশোধনের বিষয়টি পশ্চিমবঙ্গ সরকারের মিনিমাম ওয়েজেস অ্যাডভাইজারি বোর্ডে বিবেচনার জন্য পাঠানো হয়৷ কিন্তু রাজ্যের শ্রম দপ্তর বিষয়টির নিষ্পত্তির ব্যাপারে টালবাহানা করতে থাকে৷ রাজ্যের শ্রম দপ্তরে পড়ে থাকা বিরোধের বিষয়টি দ্রুত নিষ্পত্তির জন্য পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানি লিমিটেড কন্ট্রাক্টরস ওয়ার্কার্স ইডনিয়নের উদ্যোগে ২০২০–র জানুয়ারিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়৷ ২০২১–এর জুলাই মাসে আদালত নির্দেশ দেয় তিন মাসের মধ্যে ইডনিয়নের সঙ্গে আলোচনা করে আইন মোতাবেক বিদ্যুৎ বন্টন কোম্পানির ঠিকাকর্মীদের শ্রেণি নির্ধারণ ও বেতন সংক্রান্ত বিবাদের মীমাংসা করতে হবে৷ শ্রম দপ্তর ও বিদ্যুৎ বন্টন কর্তৃপক্ষ বিষয়টির নিষ্পত্তি না করায় গত ১৭ মার্চ ইডনিয়নআদালত অবমাননার মামলা করে৷ এর পর ২২ নভেম্বর রাজ্যের শ্রম দপ্তর এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিদ্যুৎ শিল্পের ঠিকাকর্মীদের নির্মাণ শ্রমিকের পরিবর্তে আলাদা শ্রেণি নির্ধারণ করতে বাধ্য হয়েছে৷
দীর্ঘ ৬৬ বছরের লড়াইয়ের পর বিদ্যুৎ শিল্পের ঠিকাকর্মীদের এই জয়ের মূল কারিগর এআইইউটিইউসি পরিচালিত পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানি লিমিটেড কন্ট্রাক্টরস ওয়ার্কার্স ইডনিয়ন৷ এই জয় পশ্চিমবাংলার বিদ্যুৎশিল্পে নিযুক্ত ঠিকাকর্মী সহ ভারতবর্ষের সমস্ত রাজ্যে বিদ্যুৎ শিল্পের ঠিকাকর্মীদের এআইইউটিইউসি–র নেতৃত্বে আন্দোলন গড়ে তোলার জন্য অনুপ্রাণিত করেছে৷