মধ্যপ্রদেশের গোয়ালিয়রে ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হল বিদ্যুৎ বেসরকারিকরণের বিরুদ্ধে জেলা কনভেনশন। প্রধান অতিথি ‘বিদ্যুৎ মণ্ডল পেনশনার্স অ্যাসোসিয়েশন’-এর সভাপতি এস কে জয়সওয়াল ক্ষোভের সঙ্গে বলেন, আজ যখন বিদ্যুৎ বিভাগের শক্তিশালী পরিকাঠামো তৈরি হয়েছে এবং কোটি কোটি টাকা লাভ হচ্ছে, তখন তাকে বেসরকারি বিনিয়োগকারীদের হাতে তুলে দেওয়া হচ্ছে।
মধ্যপ্রদেশ ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন সমন্বয় কমিটির সদস্য ও প্রধান বক্তা লোকেশ শর্মা বলেন, রাজ্যের বিদ্যুৎক্ষেত্রকে আদানি পাওয়ার ট্রান্সমিশনকে দেওয়ার ঘোষণা করা হয়েছে। সরকার আদানিকে ৩৫ বছরের জন্য বিদ্যুৎ ক্ষেত্র দিয়ে দিচ্ছে মাসে মাত্র ১ টাকা লিজে। তিনি বলেন, বিজেপি সরকার বিদ্যুৎ আইন ২০০৩ নিয়ে আসে। এখন সরকার এই আইনটি সংশোধন করে বিদ্যুৎ বিল (সংশোধনী) ২০২১ আনছে, যাতে সরকার ভর্তুকি পুরোপুরি বন্ধ করে দেবে। ফলে বিদ্যুৎ পণ্যে পরিণত হবে, বেসরকারি বিদ্যুৎ কোম্পানি তাদের ইচ্ছেমতো দাম বাড়াবে। এর বিরুদ্ধে আন্দোলন পরিচালনার জন্য মধ্যপ্রদেশ বিদ্যুৎ গ্রাহক সমিতির সমন্বয় কমিটির সদস্য রচনা আগরওয়াল ২০ সদস্যের একটি কমিটি ঘোষণা করেন। সভা পরিচালনা করেন রূপেশ জৈন। কনভেনশনে উপস্থিত ছিলেন অবসবরপ্রাপ্ত বিচারপতি এম পি গোস্বামী সহ বহু বিশিষ্ট মানুষ।