২২ ডিসেম্বর অ্যাবেকার দশম বাঁকুড়া জেলা সম্মেলন অনুষ্ঠিত হল বঙ্গবিদ্যালয়ে। সভাপতিত্ব করেন অমিয় গোস্বামী। সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন জেলা সম্পাদক স্বপন নাগ। জেলার বিশিষ্ট ব্যক্তিত্ব অধ্যাপক দেবব্রত দত্ত, অধ্যাপক কৃষ্ণদাস গোস্বামী, প্রাক্তন প্রধান শিক্ষক হরসুন্দর মল্লিক বক্তব্য রাখেন। প্রধান অতিথি ডাঃ সজল বিশ্বাস বিদ্যুৎ আন্দোলনকে গ্রাম স্তর পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আবেদন করেন।
প্রধান বক্তা অ্যাবেকার সাধারণ সম্পাদক সুব্রত বিশ্বাস বলেন, বিদ্যুতের বেসরকারিকরণ করার জন্য কেন্দ্রীয় সরকার আইন আনতে না পেরে মিটার কারচুপির নয়া হাতিয়ার স্মার্ট মিটার চালু করছে। ২৬টি গ্রাহক পরিষেবা কেন্দ্র থেকে দেড় শতাধিক গ্র্রাহক প্রতিনিধি উপস্থিত ছিলেন। অমিয় গোস্বামীকে সভাপতি, স্বপন নাগকে সম্পাদক, আইনজীবী হরিদাস ব্যানার্জীকে অফিস সম্পাদক এবং জয়ন্ত কুমার পালকে কোষাধ্যক্ষ করে জেলা কমিটি গঠিত হয়।