২২ ডিসেম্বর থিওজফিক্যাল সোসাইটি হলে অ্যাবেকা কলকাতা জেলার ৫ম সম্মেলন অনুষ্ঠিত হয়। এফপিপিএএস-এর নামে অতিরিক্ত সারচার্জ আদায়ের বিরুদ্ধে এবং বিদ্যুৎ বণ্টন নিগমের ফিক্সড চার্জ, মিনিমাম চার্জ বৃদ্ধি ও সিকিউরিটি ডিপোজিটের উপর সুদ না দিয়ে অতিরিক্ত সিকিউরিটি ডিপোজিট আদায়ের বিরুদ্ধে, বিদ্যুৎ মাশুল ৫০ শতাংশ কমানোর দাবিতে এবং সর্বোপরি গ্রাহকদের টাকা লুটের যন্ত্র স্মার্ট মিটার বাতিলের দাবিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রায় দেড়শো প্রতিনিধি অংশগ্রহণ করেন।
জেলা সম্পাদক নীরেন কর্মকার সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন। মূল প্রস্তাব পাঠ করেন কৃষ্ণকান্ত বাগানি। বিভিন্ন এলাকা থেকে আসা প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন এবং গুরুত্বপূর্ণ প্রস্তাব রাখেন। সম্মেলনে প্রধান বক্তা অ্যাবেকার রাজ্য সহ সভাপতি অমল মাইতি তাঁর আলোচনায় নানা দিক থেকে বিদ্যুৎ ব্যবস্থাকে বেসরকারিকরণের মধ্য দিয়ে গ্রাহকদের ওপর যে ভয়ঙ্কর আক্রমণ নেমে আসছে তা ব্যাখ্যা করেন এবং একে প্রতিরোধ করতে এগিয়ে আসার আহ্বান জানান। সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা সভাপতি শিবাজি দে। শিবাজি দে ও নীরেন কর্মকারকে পুনরায় যথাক্রমে সভাপতি ও সম্পাদক নির্বাচিত করে ৫৩ জনের জেলা কমিটি গঠিত হয়েছে।