বিদ্যুতের দাম কমানোর দাবিতে গ্রাহক সম্মেলন

তমলুক

তমলুক : বিদ্যুৎ গ্রাহক সংগঠন অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন (অ্যাবেকা)–র তমলুক শাখা সম্মেলন ১৬ ফেব্রুয়ারি উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত হয় ব্রহ্মা বারোয়ারি ভবনে৷ সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মহাদেব সামন্ত৷ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক প্রদ্যুৎ চৌধুরী৷ উপস্থিত ছিলেন অ্যাবেকার জেলা সভাপতি জয়মোহন পাল, জেলা সম্পাদক শংকর মালাকার, রবীন্দ্রনাথ বেরা, অনিল সামন্ত প্রমুখ৷ সম্মেলন উপলক্ষে একটি রক্তদান শিবির ও ফ্রি সুগার পরীক্ষার ব্যবস্থা করা হয়৷

  মহাদেব সামন্তকে সভাপতি, আশীষ দে কে সম্পাদক করে ২৫ জনের নতুন কমিটি গঠিত হয়৷ রাজ্য সম্পাদক প্রদ্যুৎ চৌধুরী কয়লার দাম কমার পরিপ্রেক্ষিতে বিদ্যুতের দাম ৫০ শতাংশ কমানো, জনস্বার্থ বিরোধী বিদ্যুৎ আইন সংশোধনী–২০১৮ বাতিলের দাবিতে ১৯ মার্চ কলকাতার বিদ্যুৎ ভবন অভিযান সফল করার জন্য আহ্বান জানান৷ সমগ্র কর্মসূচি পরিচালনা করেন প্রণব মাইতি৷

ভগবানগোলা : ১০ ফেব্রুয়ারি মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা ১ ও ২ নং ব্লকের দেড়–শতাধিক প্রতিনিধির উপস্থিতিতে অ্যাবেকার সপ্তম ভগবানগোলা আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হল শ্যামপুর গুঁড়িপাড়া মাধ্যমিক শিক্ষাকেন্দ্রে৷ উপস্থিত ছিলেন ২ নং ব্লক পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি সাজ্জাদ আলি, অ্যাবেকার সহ–সভাপতি কুণাল বিশ্বাস, জেলা সভাপতি বাপি ঘোষ, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সুব্রত বিশ্বাস ও জেলা সহ–সভাপতি মইনুদ্দিন সরকার৷ সভাপতিত্ব করেন শিক্ষক জয়চাঁদ মণ্ডল৷ বিদ্যুতের মাশুল ৫০ শতাংশ কমানো, কৃষি–বিদ্যুৎ গ্রাহকদের বকেয়ার উপর এলপিএসসি মকুব, কৃষিতে বিনামূল্যে এবং গৃহস্থ–ক্ষুদ্রশিল্প– ব্যবসাতে ২ টাকা ইউনিটে বিদ্যুৎ সরবরাহ ইত্যাদি দাবিতে ব্যাপক গ্রাহক আন্দোলন গড়ে তোলার আহ্বানে মূল প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়৷ জহরলাল পালকে সভাপতি, ইস্তাক আহমেদকে কোষাধ্যক্ষ এবং আব্দুর রউফকে সম্পাদক নির্বাচিত করে ৩৩ জনের শক্তিশালী নতুন কমিটি গঠিত হয়েছে৷

(গণদাবী : ৭১ বর্ষ ২৮ সংখ্যা)