এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ৬ এপ্রিল প্রধানমন্ত্রীর উদ্দেশে নিম্নলিখিত চিঠিটি পাঠান :
মহাশয়,
সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ‘জয়েন্ট অ্যাকশন কমিটি অফ অটোনমাস রিসার্চ ইন্সটিটিউট’ (জেএসিএআরআই) সংগঠনের পক্ষ থেকে বেশ কয়েকজন বিজ্ঞানী দাবি করেছেন, সংগৃহীত নমুনায় করোনা ভাইরাসের উপস্থিতি আছে কি না, তা পরীক্ষা করার উপযোগী যন্ত্রপাতি ও প্রয়োজনীয় দক্ষতা, দেশের বেশ কয়েকটি গবেষণা কেন্দ্র ও বিশ্ববিদ্যালয়ের কাছে রয়েছে। তাঁদের দাবি, অবিলম্বে এইসব সংস্থা ও বিশ্ববিদ্যালয়গুলিকে করোনা ভাইরাস পরীক্ষা করার উপযোগী বলে সরকারি স্বীকৃতি দেওয়া হোক। এতে দেশে পরীক্ষা করার সামর্থ্য যথেষ্ট মাত্রায় বৃদ্ধি পাবে এবং ব্যাপক মাত্রায় করোনা আক্রান্তদের চিহ্নিত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুযায়ী তাদের নির্জনবাস ও চিকিৎসার ব্যবস্থা করা যাবে। এর ফলে ব্যাপক সংখ্যক মানুষকে পরীক্ষা করার আর্থিক ব্যয়ও লাঘব করা যাবে।
বিজ্ঞানীদের এই প্রস্তাবকে আমরা স্বাগত জানাই। এই সংস্থাগুলির দাবি সঠিক কি না, অবিলম্বে তা যাচাই করে এদের নমুনা পরীক্ষা করার অনুমতি দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। এর দ্বারা করোনার বিরুদ্ধে যুদ্ধে জনগণের স্বার্থ রক্ষিত হবে।