Breaking News

বিজেপি নেতার কুৎসার তীব্র প্রতিবাদ এস ইউ সি আই (সি)-র

আর জি কর আন্দোলনে এস ইউ সি আই (সি)-র ভূমিকাকে কটাক্ষ করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যে মন্তব্য করেছেন তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন দলের রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য। ১৪ সেপ্টেম্বর এক বিবৃতিতে তিনি বলেন,

পশ্চিমবঙ্গের মানুষ জানেন, আমাদের দল এ রাজ্যে যে কোনও অন্যায়ের বিরুদ্ধে সর্বশক্তি নিয়োগ করে সুশৃঙ্খল ও সুসংহতভাবে গণআন্দোলন গড়ে তোলে। আর জি কর হাসপাতালের নারকীয় ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের ন্যায়সঙ্গত আন্দোলনের পক্ষে প্রথম থেকেই আমাদের দল সর্বশক্তি নিয়ে আছে। জনসাধারণের স্বতঃস্ফূর্ত, দৃপ্ত প্রতিবাদী আন্দোলনকে আমরা সব সময়ই যথাযথ মর্যাদা দিই এবং দাবি পূরণের লক্ষ্যে শেষ পর্যন্ত লড়াই করি। বিজেপি বা অন্য দলের মতো নির্বাচনী স্বার্থকে সামনে রেখে আমাদের দল আন্দোলন করে না। ফলে বিজেপি নেতার উদ্দেশ্য প্রণোদিত কুৎসা প্রচারের দ্বারা পশ্চিমবঙ্গের মানুষ যে বিভ্রান্ত হবেন না, তা আমাদের দৃঢ় বিশ্বাস।