খাদ্যশস্যের ব্যাগে মোদির ছবি, খরচ প্রায় ১৫ কোটি
গরিব মানুষের হাতে বিনা পয়সায় খাবার তুলে দেওয়ার জন্য রেশনের ব্যাগে ছাপা হচ্ছে নরেন্দ্র মোদির ছবি। সেই ব্যাগ কিনতে সরকারি কোষাগার থেকে খরচের বহর প্রায় ১৫ কোটি টাকা। (আনন্দবাজার পত্রিকা-৩ মার্চ, ২০২৪)
প্রশ্ন উঠেছে, নির্বাচনী স্বার্থ পূরণে শাসক দলের রাজনৈতিক স্বার্থে জনগণের টাকা অপচয়ের অধিকার কে দিয়েছে বিজেপিকে?
কর্পোরেটদের ছাড়ে ১৪ লক্ষ কোটি টাকা ঋণ মকুব
কর্পোরেটদের সাড়ে ১৪ লক্ষ কোটি টাকা ঋণ মকুব করে দিয়েছেন প্রধানমন্ত্রী। এ ছাড়া মাত্র দুটি কর্পোরেট সংস্থার হাতে ভারতীয় বিমানক্ষেত্রের ৯০ শতাংশ তুলে দেওয়ার অনুমতি দিয়েছেন। গুজরাটের জামনগরে সেনার বিমানবন্দরটিকে ধনকুবের মুকেশ আম্বানির ছেলের প্রাক-বিবাহ অনুষ্ঠান উপলক্ষে ১০ দিনের জন্য আন্তর্জাতিক বিমানবন্দরের তকমা দিয়েছে কেন্দ্রীয় সরকার। এর জন্য করদাতাদের টাকায় তার ভোল বদলানো হয়েছে। (আনন্দবাজার পত্রিকা-৩ মার্চ, ২০২৪)