গুজরাটে ‘দুয়ারে মদ’ প্রকল্প নেই। সরকারিভাবে সেখানে মদ নিষিদ্ধ। কিন্তু সরকারের প্রত্যক্ষ পরোক্ষ মদতে গ্রাম-শহর সর্বত্র পৌঁছে গেছে মদের ড্রাম। সেই মদের বিষক্রিয়ায় ২৫ জুলাই আমেদাবাদ ও বোটাড জেলায় ৪২ জনের মৃত্যু ঘটেছে। অনেকে হাসপাতালে ভর্তি। বোটাড জেলার রজিদ গ্রামের বাসিন্দারা চার মাস আগেই প্রশাসনকে চোলাই মদের বিক্রি বন্ধ করতে বলেছিলেন। কিন্তু সরকার কান দেয়নি। ফলে এই মানুষগুলির মৃত্যুর দায় সরকার এড়াতে পারে না।
দুর্ঘটনার পরেই এস ইউ সি আই (কমিউনিস্ট) আমেদাবাদ জেলা সাংগঠনিক কমিটির পক্ষ থেকে এক প্রতিনিধিদল ঘটনাস্থলে যান এবং জনসাধারণের সঙ্গে কথা বলে মদ বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। মদের প্রসারের জন্য দায়ী অফিসারদের দৃষ্টান্তমূলক শাস্তি, আহত ও নিহতদের পরিবারবর্গকে উপযুক্ত ক্ষতিপূরণ এবং মদ নিষিদ্ধরণের নীতি কঠোরভাবে প্রয়োগের দাবি জানান তাঁরা।