৮ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী ইউনিয়নের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর নিকট স্বাক্ষর সংবলিত স্মারকলিপি প্রদান করা হয়। ওই দিন পৌর স্বাস্থ্যকর্মীরা নিজ নিজ পৌরসভার সামনে বিক্ষোভ, অবস্থান, অবরোধের কর্মসূচি পালন করেন।
পৌর স্বাস্থ্যকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে করোনা সংক্রমণ প্রতিরোধে কাজ করতে বাধ্য হচ্ছেন। অথচ জুলাই মাস থেকে সরকার করোনা ভাতা বন্ধ করে দিয়েছে এবং করোনা আক্রান্ত স্বাস্থ্যকর্মীদের সরকার ঘোষিত জীবনবিমা থেকে বঞ্চিত করা হচ্ছে। এর প্রতিবাদে মুখ্যমন্ত্রীর কাছে স্বাস্থ্যকর্মীরা এ দিন স্বাক্ষর সংবলিত স্মারকলিপি দিয়ে দাবি জানান, অবিলম্বে রাজ্য সরকারকে পৌর স্বাস্থ্যকর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা করতে হবে, অবসরকালীন ভাতা দিতে হবে, অবসরের বয়সসীমা পঁয়ষট্টি বছর করতে হবে, করোনা ভাতা চালু রাখতে হবে এবং আক্রান্ত পৌর স্বাস্থ্যকর্মীদের জীবনবিমা দিতে হবে। পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী ইউনিয়নের পক্ষ থেকে রাজ্য সভাপতি সুচেতা কুণ্ডু এই আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা পালনের জন্য পৌর স্বাস্থ্যকর্মীদের সংগ্রামী অভিনন্দন জানান।