বিএসএনএল কলকাতা টেলিফোনস-এ দীর্ঘ ২০-২৫ বছর কাজ করার পর অন্যায় ভাবে কর্মীদের ছাঁটাই করা হয়েছে। ‘বিএসএনএল বাঁচাও কমিটি’-র নেতৃত্বে কর্মচ্যুত শ্রমিকরা এর প্রতিবাদে ১৬ ফেব্রুয়ারি কলকাতার টেলিফোন ভবনের সামনে বিক্ষোভ দেখালেন। অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী মেধা পাটকর, অমিতা বাগ সহ সংগঠনের নেতৃত্ব। দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পর বিকেল ৩টা নাগাদ মেধা পাটকরের নেতৃত্বে অমিতা বাগ সহ সাত সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বিএসএনএল কর্তৃপক্ষ বৈঠকে বসেন।
দীর্ঘ ৩ ঘন্টা আন্দোলনকারী প্রতিনিধি দলের সাথে বিএসএনএল কর্তৃপক্ষের বৈঠক চলে। কর্তৃপক্ষ শ্রমিকদের সমস্ত সমস্যার দায় ঠিকাদারদের ঘাড়ে চাপিয়ে বিষয়টি এড়াতে চাইলে প্রতিনিধি দল তার প্রতিবাদ করে সঠিক তথ্য তুলে ধরে। কর্তৃপক্ষ কর্মচ্যুত শ্রমিকদের ইপিএফ সংক্রান্ত তথ্য এবং বেশি কাজ করিয়ে কম বেতন দেওয়ার সঠিক তথ্য চান। এদিনের বৈঠক ও আন্দোলন সম্পর্কে মেধা পাটকর বলেন, আগামী দিনে কর্মচ্যুত বিএসএনএল কর্মীদের অধিকার আদায়ে রাজপথের আন্দোলনের পাশাপাশি আইনি পথেও লড়াই শুরু হবে। তিনি কর্মচ্যুত শ্রমিকদের বাড়ির মহিলাদেরও আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান।