বাড়তি বাসভাড়া কেন নেবে : মুখ্যমন্ত্রীকে চিঠি এসইউসিআই(সি)-র

বাসে বাসে উঠে যাত্রীদের বাড়তি ভাড়া না দেওয়ার আহ্বান জানাচ্ছেন দলের কর্মীরা

লক্ষ লক্ষ মানুষ করোনা পরিস্থিতিতে রোজগার খুইয়ে দুর্দশার মধ্যে পড়েছেন। আর এই সময়েই বাস-অটোতে বিপুল হারে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে।

এই বাড়তি ভাড়া আদায় বন্ধ করার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশে খোলা চিঠি দিল এসইউসিআই(সি) কলকাতা জেলা কমিটি। ১ জানুয়ারি এই চিঠিতে বলা হয়েছে সরকার বাস মালিকদের মাসে ১৫ হাজার টাকা এবং অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার পরেও তারা ৩ থেকে ৪ টাকার বেশি ভাড়া প্রতি স্টেজে বাড়িয়েছে। বাস চলাচলেও কোনও নিয়ম মালিকরা মানছে না। এই বেআইনি কাজের বিরুদ্ধে ৮ অক্টোবর এবং ২২ ডিসেম্বর আরটিএ দপ্তরে দু’বার ডেপুটেশন দেওয়া হয়েছে। যাত্রীদের অসহায় অবস্থা দেখেও সরকার কোনও পদক্ষেপ করেনি।

বেহালা চৌরাস্তা

৪ এবং ৫ জানুয়ারি সারা কলকাতায় বাস টার্মিনাস, গুরুত্বপূর্ণ মোড়গুলিতে প্রচারাভিযান চলে। বাসে বাসে উঠেও যাত্রীদের কাছে বাড়তি ভাড়া প্রত্যাখ্যানের আবেদন জানানো হয়। যাত্রী স্বার্থ নিয়ে আন্দোলনের জন্য যাত্রী কমিটি গড়ে তোলার আহ্বান জানিয়েছে এসইউসিআই(সি)।

(গণদাবী-৭৩ বর্ষ ১৬ সংখ্যা_৮ জানুয়ারি, ২০২১)