প্রায় এক বছর ধরে জলপাইগুড়ি শহরের ভেতর দিয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস চলাচল নিষিদ্ধ রয়েছে। ফলে হলদিবাড়ি-জলপাইগুড়ি রুটের সরকারি বাস প্রায় ১০ কিমি ঘুরপথে অতিরিক্ত আধ ঘন্টা বেশি সময় নিয়ে শান্তিপাড়া বাস ডিপোতে পৌঁছচ্ছে। এতে যেমন সময় নষ্ট হচ্ছে, তেমন অতিরিক্ত খরচও হচ্ছে যাত্রীদের। দিনমজুর, ছাত্রছাত্রী, অফিসকর্মী, শ্রমিক বা অন্যান্য সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন প্রতিনিয়ত। বহুবার প্রশাসন ও সংস্থাকে জানানো হলেও কারও হেলদোল নেই।
অবিলম্বে এই সমস্যার সমাধান, রুটে বাসের সংখ্যা ও বাসের ট্রিপ সংখ্যা বাড়ানো, স্ট্যান্ড থেকে ২০-৩০ মিনিট অন্তর বাস চালানো প্রভৃতি দাবিতে ৩ সেপ্টেম্বর হলদিবাড়ি কালীবাড়ি মোড় অবরোধ করেন হলদিবাড়ি-জলপাইগুড়ি রুটের নিত্যযাত্রীরা। গণস্বাক্ষর করে জেলাশাসক, পুলিশ সুপার, পৌরসভা এবং ডিপোতে দাবিপত্র দেওয়া হয়। পুলিশের পক্ষ থেকে দ্রুত সমস্যা সমাধানের প্রতিশ্রুতিতে অবরোধ তুলে নেওয়া হয়। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন নিত্যযাত্রীরা।