বাসে ছাত্র কনসেশন চালুর দাবি ডি এস ও–র

 

অস্বাভাবিক বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে, ছাত্রদের থেকে এক–তৃতীয়াংশ ভাড়া নেওয়ার দাবিতে ২ জুলাই কোচবিহারের আঞ্চলিক পরিবহণ আধিকারিকের দপ্তরে বিক্ষোভ দেখাল এ আই ডি এস ও৷ এদিন তারা মিছিল করে গিয়ে আধিকারিকের হাতে পাঁচ দফা দাবি সংবলিত স্মারকলিপি তুলে দেয়৷

সংগঠনের কোচবিহার জেলা কমিটির সম্পাদক কমরেড স্বপনকুমার বর্মন বলেন, ছাত্রছাত্রীদের থেকে এক–তৃতীয়াংশ ভাড়া নিতে হবে, ভোরবেলার এবং রাতের শেষ সরকারি ও বেসরকারি বাস নিয়মিত রাখতে হবে৷ আধিকারিক আশ্বাস দেন, তিনি অতি দ্রুত বাস মালিক সংগঠনগুলির সাথে ডিএসও–র প্রতিনিধিদের নিয়ে আলোচনার ব্যবস্থা করবেন৷

(৭০ বর্ষ ৪৭ সংখ্যা ১৩ জুলাই, ২০১৮)