বালিচক স্টেশন উন্নয়ন কমিটির নেতৃত্বে উড়ালপুল নির্মাণের দাবিতে গড়ে ওঠা দীর্ঘ আন্দোলনের জয় হল৷ দাবি মেনে নিতে বাধ্য হল কর্তৃপক্ষ৷
কমিটির যুগ্ম সম্পাদক কিংকর অধিকারী ও কালীশংকর গাঙ্গুলি জয়ের জন্য আন্দোলনে সামিল সকলকেই আন্তরিক অভিনন্দন জানিয়েছেন৷ উড়ালপুল নির্মাণের ক্ষেত্রে যে দাবিগুলি কার্যকরী করতে হবে তা উল্লেখ করে তাঁরা বলেন, উড়ালপুল নির্মাণের গুণগত মান বজায় রাখা, ছাত্রছাত্রী সহ নিত্যযাত্রীদের সাইকেল নিয়ে পারাপারের জন্য ঢাল সিঁড়ির ব্যবস্থা, নির্মাণকার্য চলাকালীন নিরাপদে যাতায়াতের ব্যবস্থা, ভবিষ্যতে একটি সাবওয়ে নির্মাণের ব্যবস্থা রেখে উড়ালপুল নির্মাণ, রেল ক্রসিংয়ের ঠিক উত্তরে পাকা রাস্তার নিচ দিয়ে জল নিকাশি ব্যবস্থার জন্য স্থায়ী কালভার্ট নির্মাণ, উড়ালপুলের উপর গুরুত্বপূর্ণ স্থানে নিত্যযাত্রীদের ওঠানামা করার জন্য ফুটপাত সহ সিঁড়ির ব্যবস্থা, নির্মাণকার্য সুষ্ঠুভাবে সম্পন্ন করবার জন্য সমস্ত পক্ষকে নিয়ে একটি কমিটি গঠন, রাস্তার পাশে উচ্ছেদ হওয়া সমস্ত দোকানদারদের পুনর্বাসন দিতে হবে৷
(৭১ বর্ষ ১৫ সংখ্যা ২৩ – ২৯ নভেম্বর, ২০১৮)