উত্তরপ্রদেশের বিজেপি সরকার এখন বুলডোজার দিয়ে খেটে-খাওয়া মানুষের জীবন-জীবিকা গুঁড়িয়ে দেওয়ার অভিযানে নেমেছে। সম্প্রতি সে রাজ্যের বিজেপি প্রশাসন মুরাদাবাদে একশো বছরের পুরনো একটি স্থায়ী সবজি বাজার বুলডোজার চালিয়ে তছনছ করে দিয়েছে। ফলে বিরাট সংখ্যক সবজি ও ফলবিক্রেতার রুজিরুটি সঙ্কটে পড়েছে। প্রতিবাদে এবং সবজি বাজার ওখানেই চালু রাখার দাবিতে ক্ষতিগ্রস্ত বিক্রেতারা ‘জীবিকা বাঁচাও আন্দোলন সমিতি’-র নেতৃত্বে ৩০ মে থেকে অনির্দিষ্টকালীন ধরনায় বসেন এবং মুরাদাবাদের জেলাশাসকের কাছে ওই বাজারের বৈধ কাগজপত্র সমেত স্মারকলিপি পেশ করেন। ধরনার সমর্থনে ও বাজার চালু রাখার দাবিতে এস ইউ সি আই (সি)-র জেলা কমিটি এবং এআইডিওয়াইও, এআইএমএসএস, এআইকেকেএমএস-এর মুরাদাবাদ শাখার পক্ষ থেকে জেলাশাসকের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। উপস্থিত ছিলেন এসইউসিআই(সি) জেলা সম্পাদক কমরেড বিজয়পাল সিং। অন্যান্য কিছু সংগঠন ও রাজনৈতিক দলও ধরনায় সংহতি জানায়।
আন্দোলনের চাপে সরকারি প্রশাসন সমিতির প্রতিনিধিদের বৈঠকে আমন্ত্রণ জানালে ‘জীবিকা বাঁচাও আন্দোলন সমিতি’-র সভাপতি, এস ইউ সি আই (সি)-র উত্তরপ্রদেশ রাজ্য কমিটির সদস্য কমরেড হরকিশোর সিংহের নেতৃত্বে এক প্রতিনিধিদল প্রশাসনের সাথে আলোচনায় বসেন। এডিএম (শহর) ও নগরপ্রশাসক সবজি বাজার ওখানেই চালু রাখা অথবা বিকল্প কোনও উপযুক্ত স্থানে বাজার তৈরি করার প্রতিশ্রুতি দেন।
বিজেপি সরকারের এই বুলডোজার নীতি ও গরিব খেটে-খাওয়া মানুষের জীবন-জীবিকা ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে ‘জীবিকা বাঁচাও আন্দোলন সমিতি’ শহর জুড়ে ব্যাপক প্রচার চালায় যা ব্যাপক জনসমর্থন পায় এবং সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার করে।